রাজনীতি

পঞ্চায়েত ভোটের স্ট্র্যাটেজিই কি পাখির চোখ? বাংলায় আসছেন জেপি নাড্ডা

বাংলা সফরে আসছেন জেপি নাড্ডা। বাংলায় দু দিনের সফরে থাকছে একাধিক কর্মসূচি। বাংলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই জেপি নাড্ডার বাংলা সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। মূলত ২১ শের নির্বাচনের পর এই প্রথম ফের বাংলায় আসছেন জেপি নাড্ডা।

বাংলায় অমিত শাহের পর ফের আরও একবার দিল্লির কোনও বড় নেতা আসছেন সফরে।

বাংলার বিজেপির বর্তমান পরিস্থিতির উন্নতি ও চাঙ্গা করতে বৈঠক করতে পারেন জেপি নাড্ডা। কিছুদিন আগেই পদ্মফুল ছেড়ে ঘাসফুলে যোগ দেন করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

অর্জুন বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেওয়ায় দলের অন্দরে বেড়েছে ক্ষোভ। শুধু তাই নয় বিজেপি ত্যাগী নেতারা দলের বিরুধ্যে মুখ খুলছেন বলে দলের অন্দরেও রয়েছে চাপা ক্ষোভ। তাই মনে করা হচ্ছে দলের অন্দরের এই ক্ষোভ প্রশমিত করতেই বাংলায় সফরে আসছেন জেপি নাড্ডা।

২ দিনের রাজ্য সফরে তাই একাধিক কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার। মঙ্গলবার রাত ৯টায় কলকাতা বিমানবন্দরে নামবেন জে পি নাড্ডা। বুধবার সকাল ১১টায় চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তারপরেই দুপুরে দলের একাধিক বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বৃহস্পতিবার দলের সাংসদ, বিধায়ক ও রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন তিনি। দুপুরে দলের কর্মী সম্মেলনে ভাষণ দেবেন জেপি নাড্ডা। তারপর কলা মন্দিরে নাগরিক সম্মেলনও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

Back to top button