নিউজ

Panchayet: গুরু অনুব্রত মন্ডল জেলে, পঞ্চায়েতের টিকিট পায়নি দাপুটে নেতার শিষ্য কেরিম খান

৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচন। প্রার্থী ঘোষণার আগেই প্রার্থীদের ঘিরে আন্তঃজেলা বিশৃঙ্খলার ছবি প্রকাশ্যে। এদিকে, অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ করিম খান এবং তৃণমূলের বিদায়ী সভাপতি সহ একাধিক নেতা প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন বলে জানা গেছে। তার বদলে জায়গা পেলেন জেলায় কেষ্ট বিরোধী হিসাবে পরিচিত কাজল শেখ৷শুরু হয় রাজনৈতিক তৎপরতা।

কিন্তু বীরভূমে জেলা পরিষদের প্রায় ৭০%-এর বেশি আসনে নতুনরা। ৫২টি আসন থেকে ৪৫ জন নবাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বীরভূম জেলা পরিষদ পূর্ববর্তী পঞ্চায়েত নির্বাচনে 42টি আসন জিতেছিল এবং এই বছর 10টি আসন বৃদ্ধি পেয়ে 52টি আসনে পৌঁছেছে। এর মধ্যে ৭টি পুরনো মুখ এবং বাকি ৪৫টি নতুন মুখ।

অপরদিকে, কেন্দ্রীয় বাহিনীর বিস্ময় নিয়ে রাজ্য প্রশাসনকে তোপ দেগেছে আদালত। আদালত রীতিমত ধমক দিয়ে বলে, ‘পঞ্চায়েত মামলা নিয়ে রায় কার্যকর করার ব্যবস্থা না হলে আদালত নিশ্চিপ দর্শকের মত বসে থাকবে না।’ আদালত রাজ্য ও নির্বাচন কমিশনকে সাবধান করে বলে, ‘নিজেদের ভাবমূর্তির বজায় রাখবেন। মনোনয়ন ঘিরে অশান্তির খবর আসছে।’ আদালত এদিন স্পষ্ট করে জানিয়ে দেয় ‘রায় মেনে না নিলে চ্যালেঞ্জ করুন। নাহলে প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে আদালত। এভাবে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। ‘পাশাপাশি কমিশনকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, ‘আমি কমিশনকে উপদেশ দেওয়ার জন্য বসে নেই। আপনারা উচ্চ আদালতে যেতে পারেন। আপনাদের হাতে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আপনারা যদি আমাদের নির্দেশকে কার্যকর করার মত পরিস্থিতি তৈরি না করেন তাহলে আমরাও নিশ্চুপ দর্শক হয়ে বসে থাকব না। বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা বজায় রয়েছে। পুলিশ পদক্ষেপ করুক।’

Back to top button