মাস্টারকার্ড কর্তৃপক্ষকে ভারতের অভ্যন্তরে নতুন কার্ড ইস্যু করা থেকে আপাতত দূরত্ব বজায় করে রাখতে হবে। অর্থাৎ ভারতের নাগরিকদের জন্য নতুন করে মাস্টার কার্ড আর ইস্যু করতে পারবেনা কর্তৃপক্ষ। রিজার্ভ ব্যাংকার এই সিদ্ধান্তে বিপাকে পরে গেছে আন্তর্জাতিক এই কার্ড সংস্থা।
জানাগেছে কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্ক মাস্টারকার্ড কর্তৃপক্ষের কাছে ‘স্টোরেজ অফ পেমেন্টস সিস্টেম’ -এর ডেটা চেয়ে নির্দেশ দিয়েছিলো। তবে মাস্টারকার্ড কর্তৃপক্ষ সেই নির্দেশ অমান্য করে বলে অভিযোগ। আর সেই ঘটনার পর থেকেই আরবিআই এবার নিয়েছে কঠোর পদক্ষেপ। মাস্টারকার্ডের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে গামী ২২ জুলাই থেকে।
(আধুনিক ব্যস্ততার যুগে মানুষ এখন ব্যস্ত ঘড়ির কাটার থেকেও বেশি। তাই সবদিক খেয়াল রেখেই আমরা এখন থেকে বিস্তারিতর পরিবর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভিনব বিষয়। আপনাদের সময় বাঁচাতে ও সম্পূর্ণ খবর কয়েক মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা শুরু করেছি ‘Short News ‘ বিভাগ যার মাধ্যমে আপনারা জানতে পারবেন বস্তু নিস্ট সঠিক ও সম্পূর্ণ খবর। অতিরিক্ত শব্দের কচকচি নয় যা আপনার জানার দরকার তাই থাকবে এই বিভাগে নিয়মিত আপডেট পেতে তাই