আসেনি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার বরাদ্দ, রেশন নিয়ে দুশ্চিন্তা গ্রাহকদের মাঝে
রাজ্যের গ্রাহকরা নতুন বছরের শুরু থেকেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় থাকা বিনামূল্যে রেশন পাবেন আর। কেন্দ্র সরকার ইতিমধ্যে রাজ্যকে রেশনের সামগ্রী পাঠানো বন্ধ করে দিয়েছে।
এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ফেডারেশন জনিয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ ফুড কর্পোরেশনের বরাদ্দ অনুযায়ী। চাল-গম সরবরাহ করতে না পাড়ায়। আগামী ২০২২ জানুয়ারী থেকে রেশন দোকানগুলো এই প্রকল্পের অধীনে কোনও রেশন সরবরাহ করা হবে না।
প্রসঙ্গত, দেশ জুড়ে বাড়তে থাকা বের করোনা সংক্রমণের মাঝে এমন খবর খুবই খারাপ সংকেত বহন করছে সাধারণ মানুষদের জন্য। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা শুরু করা হয়েছিল করোনা পরিস্থিতে লকডাউন চলাকিলিন ঘরে বন্দি থাকা মানুষদের কথা ভেবেই। যদিও কিছুদিন আগেই জানা গিয়েছিলো গরিব কল্যাণ যোজনার সময় সীমা বাড়াবে সরকার। কিন্তু ফুড কর্পোরেশানের বরাদ্দ না থাকার কারণেই এমন খবর জানিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ এসোসিয়েশন।