দেশ

বিশেষ: মৃত্যুকেও উপলব্ধি করেছিলেন স্বামীজী, বলে দিয়েছিলেন তার মৃত্যুর সময় ও তারিখ

স্বামী বিবেকানন্দ তার অনুগামীদের উদ্যেশে বলেছিলেন ‘এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে।’ স্বামী বিবেকানন্দ সম্পর্কে তার জন্মতিথিতে উঠে আসে জানা অজানা বিভিন্ন তথ্য। আর সেই তথ্যের মধ্যে সবথেকে চমকে দেওয়া তথ্য হলো স্বামীজী নিজেই মৃত্যুকে করতে পেরেছিলেন উপলব্ধি।

দেহ ত্যাগের ৬ বছর আগে ১৮৯৬ সালেই স্বামীজী তাঁর অনুগামী স্বামী অভেদানন্দ কে তার মৃত্যুর সময় ও তারিখ বলে দিয়েছিলেন। তিনি অধ্যযিক জ্ঞান লেভার জন্য মৃত্যুকে বরণ করতে পিছপা ছিলেন না। আর হয়েও ছিল তাই ,১৯০২ সালের ৪ জুলাই স্বামীজী তার দেহ ত্যাগ করেন। তার মহা প্রয়ানের দিন চোখের জল ফেলেছিলো তার অগণিত ভক্ত।

প্রসঙ্গত,তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তার দেশপ্রেম কারও কাছে গোপন নয়। তিনি কখনই মানুষকে সাহায্য করতে পিছপা হননি, মানুষের সেবা করাকে তিনি ঈশ্বরের উপাসনার সমান মনে করতেন। স্বামী বিবেকানন্দ আজও কোটি কোটি যুবকদের অনুপ্রাণিত করে চলেছেন। আসুন জেনে নিই তার কিছু চিন্তাভাবনা এবং জীবনের উত্‍স এবং অনুপ্রেরণামূলক চিন্তা যা জীবনে শক্তি যোগায়।

স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন ‘জাতীয় যুব দিবস’ (National Youth Day) হিসাবে পালিত হয়। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন মহান দার্শনিক, আধ্যাত্মিক ও সামাজিক নেতা। তাঁর জন্মবার্ষিকীকে যুব দিবস হিসেবে পালন করে গোটা দেশ। স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন।

Back to top button