সন্ত রবিদাসের জন্মদিন, কীর্তনে মাতলেন মোদী, করলেন মন্দিরে প্রার্থনা
সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনায় অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) তিনি রাজধানী দিল্লির করোল বাগের গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন।
শুধু প্রার্থনায় অংশ নেওয়া নয়, ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনেও যোগ দেন নরেন্দ্র মোদী। বুঝিয়ে দেন ছন্দে ছন্দে কিভাবে বাজাতে হবে ঝুমঝুমি।
ভিডিওতে দেখা যায় যে, প্রথমে একটি সবুজ রঙের ঝুমঝুমি নিজে খানিকক্ষণ বাজাচ্ছেন মোদী। তারপর বাকিদের বুঝিয়ে দিলেন কিভাবে ছন্দে ছন্দে তা বাজবে। এর পরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে।
এর আগে সকালে করোল বাগ যাওয়ার আগে মোদী টুইট করেও সেখানে যাওয়ার কথা জানান সবাইকে।
নরেন্দ্র মোদির এই নতুন রূপ দেখে অভিভূত তার সমর্থকরা। নরেন্দ্র মোদী মাঝে মাঝেই তার রাজনৈতিক অবতার ছেড়ে দেখা দেন অন্য রূপে কখনো ধ্যান মগ্ন হয়ে আবার কখনো ময়ূর কে খাওয়াতে ব্যস্ত। আর এবার তিনি যোগ দিলেন কীর্তনে। স্বাভাবিকভাবেই দেশের অগণিত সমার্থক তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।