দেশ

PM Kishan: ৭ লক্ষ কৃষককে ফেরত দিতে হবে টাকা,ফেরত না দিলে বিপাকে পড়তে পারেন কৃষকরা!

প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি স্কিমের ১০ তম কিস্তির অধীনে প্ৰাপ্ত অর্থ এবার হয়তো ফেরত দিতে হত্য পারে দেশের ৭ লক্ষ কৃষকদের। একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে পিএম কিষান স্কিমের আওতায় যোগ্যতা হীন কৃষকদের কাছ থেকেই টাকা ফেরত চাওয়া হতে পারে।

সম্ভবত সম্মত টাকা ফেরত না দিলে কেন্দ্র চাইলে তাদের বিরুধ্যে আইনি পদক্ষেপ নিতে পারে। জানা গেছে উত্তর প্রদেশের ৭ লক্ষের বেশি কৃষকের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার বিজ্ঞপ্তি পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পিএম কিষাণ স্কিমের শর্ত অনুযায়ী, এই প্রকল্পের অধীনে কৃষকদের অ্যাকাউন্টে বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়। সরকার এই স্কিমে ২০০০ টাকার তিনটি কিস্তি দিয়ে থাকে। তাই যারা ইতিমধ্যেই এই সরকারি অর্থ সাহায্য পেয়েছেন, কিন্তু তাঁরা সেই অর্থের যোগ্য নন, তাঁদের সেই টাকা ফেরত দিতে হবে।

প্রসঙ্গত , কৃষকদের সাহায্যের কথা ভেবেই কিষাণ নিধি চালু করার পরিকল্পনা নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের এই স্কিমটির ১০ তম কিস্তি চালু করার ফলে বেশি সুবিধাভোগী কৃষক পরিবারকে ২০,০০০ কোটি টাকারও বেশি পরিমাণ হস্তান্তর করা সম্ভব হয়েছে৷

Back to top button