দেশ
বিমানে মৃতদেহ বেশি জায়গা নেয়: বিজেপি বিধায়ক
চার দিন কেটে গিয়েছে। এখনও ইউক্রেনের খারকিভের মর্গেই পড়ে রুশ ক্ষেপণাস্ত্র হানায় নিহত ভারতীয় পড়ুয়া দেহ। দেশে ফেরানো যায়নি। কেন? কারণ, বিমানে মৃতদেহ নাকি জীবিতদের থেকে বেশি জায়গা নেয়। কফিনের জায়গায় ৮-১০ জনকে ফিরিয়ে আনা যায়।
এমনই ‘অমানবিক’ যুক্তি দিয়ে বিতর্ক বাড়ালেন কর্ণাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লাড়। নিহত নবীন শেখরাপ্পা জ্ঞানগৌদার সেই রাজ্যেরই বাসিন্দা। পরিবার অপেক্ষা করছে তাঁকে শেষ দেখার জন্য। কবে ফিরবে দেহ? সেই প্রশ্নই করা হয়েছিল হুবলি-ধারওয়াড়ের বিধায়ক অরবিন্দকে। তিনি সাফ জানান, ‘জীবিতদের ফিরিয়ে আনাটাই চ্যালেঞ্জ। সেখানে মৃতদেহ ফেরানো তো আরও কঠিন। কারণ, সেটি বিমানে বেশি জায়গা নেয়। একটি মৃতদেহের পরিবর্তে ৮-১০ জনকে আনা যেতে পারে।’ তবে সরকার নবীনের দেহ ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বলেই তাঁর দাবি।