দেশ

লতা মঙ্গেশকরের ভাইকে অল ইন্ডিয়া রেডিও থেকে বহিষ্কার করা হয়েছিল: মোদি

ভারতের কিংবদিন্ত গায়িকা লতা মঙ্গেশকরের ছোট ভাই ঋদ্যনাথ মঙ্গেশকরের সঙ্গে কংগ্রেস সরকার অবিচার করেছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার ভারতের সংসদে কংগ্রেসের সমালোচনা করেন মোদি। আর সমালোচনার এক পর্যায়ে মোদি জানান, শুধুমাত্র একটি কবিতা পাঠ করার কারণে অল ইন্ডিয়া রেডিও থেকে মাত্র আটদিনের মাথায় লতার ছোট ভাই ঋদ্যনাথ মঙ্গেশকরকে বহিষ্কার করেছিল কংগ্রেস।

এ ব্যপারে মোদি বলেন, লতা মঙ্গেশকরের প্রয়াণে আজ ভারত দুঃখিত। আপনাদের একটি তথ্য জানাই। গোয়াতে কংগ্রেসের শাসন চলাকালীন সময়ে তার ছোট ভাই ঋদ্যনাথকে আট দিনের মাথায় অল ইন্ডিয়া রেডিও থেকে বহিষ্কার করা হয়।

তার অপরাধ ছিল তিনি বীর সাবারকারের কবিতার কয়েকটি লাইন পাঠ করেছিলেন।

মোদি আরো বলেন, ঋদ্যনাথ একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন সাবাকার তাকে বলেছিলেন আমার কবিতা পাঠ করলে তোমাকে জেলে জেতে হবে।  তবুও ঋদ্যনাথ কবিতাটির লাইন পাঠ করেন।  এই হলো কংগ্রেসের বাক স্বাধীনতার নমুনা।

এদিকে ১৪ ফেব্রুয়ারি গোয়াতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনের আগে কংগ্রেসের বিষয়ে সংসদে কথা বললেন মোদি।

Back to top button