চাকরির খবর: মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি, বেতন ২১,৭০০-৬৯,১০০ টাকা
দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা (COVID- 19) ভাইরাসের প্রকোপ। কিন্তু এই অবস্তাতে অনেকেই আছে যারা সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ BSF-এ চাকরি করতে চায়। সেই সমস্ত কর্মপ্রার্থীদের জন্যে দারুন সুযোগ। একাধিক পদের জন্যে নিয়োগের সিদ্ধান্ত নিল (BSF Constable Recruitment 2022) বিএসএফ। পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের (BSF Constable Recruitment) জন্যে আবেদন করতে পারবেন। এমনটাই জানানো হয়েছে বিএসএফের (BSF) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে।
মোট শূন্যপদ : মোট ২৭৮৮ টি শূন্যপদের জন্যে এই (BSF Constable Recruitment 2022) নিয়োগ করা হবে।
যোগ্যতা : বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের জন্যে আবেদনকারীকে নুন্যতম (BSF Constable Recruitment 2022) ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়া ভোকেশনাল ইন্সটিটিউট থেকে ITI-তে এক সালের ডিপ্লোমা থাকতে হবে।
তারিখ : ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজ অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে এবং আবেদন করার শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২।
বয়স : এই পদের জন্যে সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে আবেদন করা যাবে। সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন : উক্ত পদে নির্বাচিত ব্যক্তিরা প্রতিমাসে সাম্মানিক পাবেন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।
আবেদন প্রক্রিয়া: আবেদনের আগে অবশ্যই ওয়েবসাইটে (BSF Constable Recruitment 2022) থাকা বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।
এছাড়াও এই লিঙ্কে https://bsf.gov.in ক্লিক করেও নিয়োগ সংক্রান্ত (BSF Constable Recruitment 2022) বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া যাবে।