দেশ

নিয়োগের মাত্র দু’সপ্তাহের মধ্যেই ইস্তফা, ঘটনায় তুমুল বিতর্ক

গত জানুয়ারিতে টাটা গ্রুপ প্রায় ১২ কোটি টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়াকে কিনে নেন। ঋণে জড়িত এয়ার ইন্ডিয়াকে নতুন রূপে গঠন করতে চেয়েছিলেন তিনি। আর ঠিক সেই উদ্দেশ্যেই এয়ার ইন্ডিয়া কোম্পানির নতুন সিইও হিসাবে নিয়োগ করা হয় তুরস্কের ইলখার আয়চিকে। তবে তার ঠিক ২ সপ্তাহেই দায়িত্ব নিতে অস্বীকার করলেন ইলখার।

বিগত ১৪ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়, “কোম্পানির নতুন সিইও (CEO) হিসাবে দায়িত্ত্ব নিতে চলেছেন ইলখার আয়চি।” আগে তুরস্ক এয়ারলাইন্সের সভাপতি হিসাবে কাজ করেছেন এই ইলখার আয়চি। এছাড়াও তিনি তুরস্কের প্রাক্তন প্রেসিডেন্ট তায়িপ এর্ডোয়ানের পরামর্শদাতা ছিলেন ১৯৯৪ সালে।

তুরস্কের প্রাক্তন প্রেসিডেন্ট তায়িপ এর্ডোয়ানের নয়াদিল্লির সম্পর্ক খুব মধুর ছিল না। বিভিন্ন বিষয়ে ভারত বিরোধী অবস্থান নেওয়ার দৃষ্টান্ত রয়েছে এর্ডোয়ানের। আর ঠিক এই কারণেই ইলখার আয়চির নিয়োগ নিয়ে বিজেপি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরএসএস। ইলখার আয়চিকে নিয়োগ করা যাবে না, এমন দাবিও জানানো হয় আরএসএসের তরফে।

Back to top button