হিজাব-বিক্ষোভ কর্ণাটকের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, সমর্থনে ছাত্র রাও, মন্ত্রীর হুঁশিয়ারি
ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ এবং ক্লাস করার অধিকারের দাবিতে আন্দোলন প্রথম শুরু করেছিলেন মুসলিম কলেজছাত্রীরা। পরে তাতে যোগ দিয়েছে ছাত্রসমাজও। ওই আন্দোলনের জেরে ক্রমে অশান্ত হচ্ছে রাজ্যটির বিভিন্ন এলাকা।
হিজাব পরার অধিকারের দাবিতে আজ শনিবার কর্ণাটকের উপকূলীয় শহর কুন্দাপুরের ভান্ডারকরস আর্টস অ্যান্ড সায়েন্স ডিগ্রি কলেজের গেটে বিক্ষোভ করেন সংখ্যালঘু ছাত্রীরা। অভিযোগ রয়েছে—কলেজের নিরাপত্তারক্ষীরা ছাত্রীদের হিজাব পরে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়েছেন। সে সময় স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম ছাত্রেরাও বিক্ষোভে যোগ দেন।
এর আগে গতকাল শুক্রবার কুন্দাপুরের অন্য একটি কলেজের গেটে ছাত্রীদের হিজাব-বিক্ষোভের সমর্থনে জড়ো হয়েছিলেন বেশ কিছু কলেজছাত্র।
এমন পরিস্থিতিতে কর্ণাটকের শিক্ষামন্ত্রী ও বিজেপিনেতা বি সি নাগেশের দাবি—বিক্ষোভকারী ছাত্রীরা আগে হিজাব পরতেনই না। প্রশাসনিক নির্দেশিকা জারির পরে অশান্তি বাঁধানোর জন্যই তাঁরা বিক্ষোভ শুরু করেছেন। প্রয়োজনে এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।
কর্ণাটকের উদুপি জেলা প্রশাসন সম্প্রতি হিজার পরে ছাত্রীদের ক্লাস যাওয়া নিয়ে কিছু বিধিনিষেধ জারি করে। নির্দেশিকায় বলা হয়, ‘হিজাব পরে ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। স্কার্ফ পরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। তবে সে স্কার্ফের রঙ হবে দোপাট্টার রঙে। ক্যাম্পাস ও কলেজ ক্যান্টিনে আর অন্য কোনও পোশাক পরতে দেওয়া হবে না।’
প্রশাসনিক এমন ‘বার্তা’ পেয়ে বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ হিজাব-সংক্রান্ত বিধিনিষেধ জারি করে।