CORONA: কেমন আছে আজকের ভারত, জেনেনিন সর্বশেষ পরিস্তিতি
দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা (COVID-19) ভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রভাব। যার ফলে দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনার তৃতীয় ঢেউ ফের মহামারী ভয়াবহ রূপ নিচ্ছে। পরীক্ষা অনুযায়ী, বুধবার করোনার দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছে ৩ লক্ষেরও উপরে। গতদিনের তুলনায় এদিন সংক্রমণের মাত্রা ১৯ শতাংশ বেশি। এদিন প্রায় ৪৫,০০০ জনের করোনা সংক্রমণ বাড়ল এবং মৃত্যুও হয়েছে প্রায় ৪৫০ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘন্টায় ভারতে ২,৮২,৯৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার সংখ্যা আগের দিনের তুলনায় ৪৪,৮৮৯ জন বেশি। দেশ জুড়ে ফের আছড়ে পড়েছে করোনার প্রবল সংক্রমণ। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের পাশাপাশি বাড়ছে ডেল্টার সংক্রমণ। দেশে বর্তমানে চলছে ‘ডেলমিক্রনে’র জোড়া স্রোত।
তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসের মোট সংক্রমণের সংখ্যা ইতিমধ্যে সাড়ে ৩ কোটি পার করেছে। ঠিক এই মুহূর্তে দেশের করোনা সংক্রমণের সংখ্যা ৩,৭৮,৯৬,০১১ জন। করোনার তৃতীয় ঢেউয়ে ওমিক্রন আক্রন্তের সংখ্যা মোট ৮,৯৬১ জন। এদিন ওমিক্রনের হার বেড়েছে ০.৭৯ শতাংশ পাশাপাশি এক লাফে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা বেড়েছে ২ লক্ষ ৮০ হাজারের উপরে। এদিন পজিটিভিটির রেট ছিল ১৫.১৩ শতাংশ।