করোনা: কেমন আছে আজকের ভারত, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (৯ ফেব্রুয়ারী ২০২২)
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৭১ হাজার ৩৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ২১৭ জন।
এর আগের ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণ হার ছিল ৫ দশমিক শূন্য দুই শতাংশ এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ১৮৮ জনের।
এ পর্যন্ত মারা গেছেন ৫ লাখ ৫ হাজার ২৭৯ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার ৯৭৬ জন।
আজ বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে ।
ভারতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২১১ জন এবং সুস্থতার ৯৬.৭ শতাংশ।
ভারতে দেশব্যাপী টিকা কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ১৭০ কোটি ৮৭ লাখ ৬ হাজার ৭০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৫৩ লাখ ৬১ হাজার ৯৯ ডোজ টিকা।
প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।