দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা (COVID-19) ভাইরাসের প্রকোপ। তবে বর্তমানে করোনার তৃতীয় ঢেউ কাটিয়ে গ্রাফ দ্রুত নামছে বাংলায়। রিপোর্ট অনুযায়ী করোনার দৈনিক সংক্রমণের হারের সঙ্গে দ্রুত কমছে সক্রিয়ের সংখ্যাও। তবে করোনার মৃত্যু নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে বাংলায়। রিপোর্ট অনুযায়ী, বিগত ১৫ দিনে ৩০-এর উপরে মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। তবে বাংলায় এখন করোনা সক্রিয়ের সংখ্যা নেমে গিয়েছে ৪০ হাজারেও নিচে।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৫১২ জন। মোট আক্রান্তের সংখ্যা এখন ১৯ লক্ষ ৯০ হাজার ১৭৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৫৫০ জন। এদিন করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের, করোনার দৈনিক সংক্রমণের হার ৫.৬৫ শতাংশ হয়েছে।
স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্ত ১৯ লক্ষ ৯০ হাজার ১৭৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৩৭ হাজার ৯১৮ জন। এদিন ৭,৮১১ জন কমল সক্রিয়ের সংখ্যা। এদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,৫১২ জন। বিগত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১১,২৮৮ জন। মোট করোনা মুক্ত হলেন ১৯ লক্ষ ৩১ হাজার ৭১১ জন।
রিপোর্ট অনুযায়ী, করোনা আক্রান্তের হারে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। বর্তমানে কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৪৩,৬৬৯ জন, এদিন আক্রান্ত হয়েছে ৮৫৯ জন। ঠিক এরপরেই আছে উত্তর ২৪ পরগনা এখানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩,৯৯,৩৮৩ জন, এদিন আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন। এরপর আছে দক্ষিণ ২৪ পরগনা এখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,২৫,৭৯২ জন, এদিন আক্রান্ত হয়েছেন ২১২ জন। হাওড়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,২৪,১৩৬ জন, এদিন আক্রান্ত হয়েছেন ১১৯ জন। হুগলিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০৬,৮০৬ জন, এদিন আক্রান্ত হয়েছেন ১৫৫ জন।