দেশ
করোনা: কেমন আছে আজকের ভারত, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (১১ জানুয়ারী ২০২২)
ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার কমলেও নতুন রোগী দেড় লক্ষাধিক। গতকাল সোমবারের তুলনায় শনাক্তের হার কমেছে ৬ দশমিক ৪ শতাংশ। এ সময় শনাক্ত হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৩ রোগী। যার মধ্যে ওমিক্রনে শনাক্তের সংখ্যা ৪ হাজার ৪৬১। এদিকে শেষ ২৪ ঘণ্টায় করোনায় ২৭৭ জন প্রাণ হারিয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্তের হার ১০ দশমিক ৬৪ শতাংশ। গতকাল সোমবার যা ছিল ১৩ দশমিক ২৯। সাপ্তাহিক শনাক্তের হার ছিল ৮ দশমিক ৮৫ শতাংশ। গত সোমবার সেখানে ১ লাখ ৭৯ হাজার কোভিড রোগী শনাক্ত হয়।
ভারতে এখনও ৮ লাখ ২১ হাজার ৪৪৬ জন করোনায় ভুগছেন। এটি মোট শনাক্তের ২ দশমিক ২৯ শতাংশ।
শেষ ২৪ ঘণ্টায় অন্তত ৬৯ হাজার ৯৫৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হলেন ৩ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ১৩১ জন। কোভিড থেকে সুস্থতার হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ।