দেশ

করোনা : কেমন আছে আজকের ভারত, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (২ ফেব্রুয়ারী ২০২২)

এইমুহূর্তে কোরোনার দাপট কিছুটা স্থিমিত হয়েছে তবে ভাবাচ্ছে মৃত্যুর সংখ্যা। টানা ৫ দিন ধরে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে মোট ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৭৩৩ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফেরে গেছেন ২ লক্ষ ৮১ হাজার ১০৯ জন।

এখনো পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৯৫ লক্ষ ১১ হাজার ৩০৭ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৭ হাজার ৯৭৫ জন। দেশে এই মুহূর্তে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৬ লক্ষ ২১ হাজার ৬০৩ জন। দেশে এখনো পর্যন্ত মোট করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৬৭ কোটি ২৯ লক্ষ ৪২ হাজার ৭০৭ ডোজ।

প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।

তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।

Back to top button