দেশ

CORONA: ৬ থেকে ১১ বছর বয়সী শিশুরা পাবেন বিশেষ সুবিধা, বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের

নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই সারা দেশে সুনামির মতন ছড়িয়ে পড়ছিল করোনা ভাইরাস ( COVID 19 )। আক্রান্ত হচ্ছিলেন একের পর এক সাধারণ থেকে শুরু করে অসাধারণ সকলেই এমনকি বাদ পড়ছিল না শিশুরাও। তাই যেভাবে এই মহামারী মাথাচাড়া দিয়েছে তাতেই নিঃসন্দেহে বলা যেতেই পারে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে।

তাই এই মুহূর্তে যেহেতু ১৮ বছরের বেশি বয়স তাদের অনেকে ভ্যাকসিন পেয়েছেন কিন্তু ১৮ থেকে ১৫ বয়সী বাচ্চাদের জন্য টিকাকরণ শুরু হয়েছে সবে মাত্র। তাই তাদের কথা মাথায় রেখে নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় যে, ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের মাস্ক পড়ানো উচিত কিনা সেটা এখন থেকে ঠিক করবেন অভিভাবকরাই।

অন্যদিকে ১২ বছর বয়সী বয়স থেকে বাচ্চাদের ক্ষেত্রে বড়োদের সাথে কোথাও গেলে মাস্ক পড়া বাধ্যতামূলক। শুধু তাই নয় সেইসব বাচ্চাদের সাবান জল দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে অথবা অ্যালকোহল-যুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার বাধ্যতামূলক করা হয়েছে নতুন নির্দেশিকায়।

Back to top button