ছোটদের ADHAR CARD তৈরী করবেন কিভাবে ? জেনেনিন সম্পূর্ণ প্রক্রিয়া
আধার কার্ড এমন একটি নথি যা প্রত্যেকেরই প্রয়োজন। সারা দেশে UIDAI অনুমোদিত কেন্দ্রগুলিতে আধার কার্ড তৈরি করা যেতে পারে। তবে অনেকক্ষেত্রেই ভুয়ো আধার কার্ডের খবর শোনা যাচ্ছে।
৫ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য চালু ‘বাল আধার’ কার্ড। এই কার্ড আবেদন করতে হলে প্রথমে ইউআইডিএআই-এর ওবেসাইটে গিয়ে আধার কার্ডের লিঙ্কে ক্লিক করুন। এরপর শিশু ও তাঁর বাবা-মায়ের নাম, ফোন নম্বর, ইমেল আইডি, ঠিকানা-সহ ব্যক্তিগত তথ্য দিতে হবে। আধার কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করার দিন স্থির করতে হবে। একই সঙ্গে নিয়ে হবেন প্রয়োজনীয় সমস্ত তথ্য। সমস্ত কিছুও জমা দেওয়ার ৬০ দিন পর পাবেন ‘বাল আধার’ কার্ড।
এছাড়া এই আধার কার্ড আবেদন করার জন্য আপনি যেতে পারেন নিকটবর্তী অদাহ্র এনরোলমেন্ট সেন্টারে। যেখানে আপনি শিশুর জন্ম সার্টিফিকেট দেখিয়ে নির্দিষ্ট ফর্ম ভোরে শিশুর জন্য আবেদন করতে পারবেন অদাহ্র কার্ডের। সাথে নিয়ে যেতে হবে শিশুর একটি ছবি। সেই সাথে স্কুলে ভর্তির আইকার্ড দেখতে হবে। মনে রাখবেন জমা করা সব ডকুমেন্টেই থাকতে হবে গেজেটেড অফিসারের স্বীকৃতি।