দেশ

সাবধান! Omicron-চরম মাত্রা ধারণ করবে January-র শেষে, বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ

করোনার দ্বিতীয় তরঙ্গে ডেল্টার প্রভাবে যেভাবে গোটা ভারত জুড়ে সংক্রমণ বেড়েছিল এবারও ঠিক একই রকম চিত্র দেখা দিচ্ছে ওমিক্রনের ক্ষেত্রে। এমন সতর্কবার্তা জারি করেছেন ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের চিকিৎসক ও মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ ক্রিস্টোফার জে এল মারে।

সাংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মারে বলেন, ‘দুই মাসের মধ্যে বিশ্বজুড়ে ৩০০ কোটি মানুষ ওমিক্রনে আক্রান্ত হবে। আর ওমিক্রনের কারণে বিপুলসংখ্যক মানুষ সংক্রমিত হবে। ঠিক যেমনটা হয়েছিল ডেল্টার প্রভাবে।’

তিনি আরো জানিয়েছেন, ওমিক্রনের প্রভাব পরিস্থিতি চরম মাত্রা ধারণ করবে জানুয়ারির মাঝামাঝি সময়ে। তখন গোটা বিশ্বে প্রতিদিন সাড়ে তিন কোটি মানুষ করোনা আক্রান্ত হবে। গত এপ্রিলে ডেল্টার প্রভাবে যে সংক্রমণ হয়েছিল তার তুলনায় এবারের সংক্রমণ তিন গুণ বেশি। তাঁর মতে, ভারতে ওমিক্রন সংক্রমণ চরম পর্যায়ে পৌঁছবে জানুয়ারির শেষের দিক থেকে ফেব্রুয়ারির শুরুতে।

জে এল মারে বলেন, ‘যেহেতু বেশির ভাগ মানুষের টিকা নেওয়া হয়ে গেছে, তাই করোনার মৃদু উপসর্গ ধরা পড়বে। তবে ওমিক্রন যে বিপুলসংখ্যক মানুষকে সংক্রমিত করবে সে বিষয়ে সন্দেহ নেই। কোনো বিধি-নিষেধই এ ক্ষেত্রে কার্যকর হবে না।’

গত ২৪ ঘণ্টায় ৫৫ শতাংশ বেড়েছে ভারতে করোনা সংক্রমণ। মঙ্গলবার ভারতে দৈনিক সংক্রমণ ছিল ৩৭ হাজার ৩৭৯। কিন্তু গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৯৭ জন।

Back to top button