দেশ

সাবধান! ১ দিনে আক্রান্ত ৫৮০০০, বৃদ্ধির হার ৫৬ শতাংশ, Omicron-নিয়ে সতর্ক করলো WHO

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং একদিনে করোনায় আক্রান্ত ৫৩৪ জনের মৃত্যু হয়েছে। একদিনের হিসেবে সংক্রমণ ৫৬ শতাংশ বেড়ে গেছে বলে আজ বুধবার সকালে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ নিয়ে ভারতে মোট করোনা শনাক্তের সংখ্যা সাড়ে তিন কোটি ছাড়িয়েছে। করোনায় ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৮২ হাজার ৫৫১ জনে।

বুধবার সকালের তথ্য অনুযায়ী, একদিনে ১৫৩ জনের মধ্যে নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন শনাক্তের মধ্য দিয়ে ভারতে এই ভ্যারিয়্যান্টে শনাক্ত ব্যক্তির সংখ্যা দুই হাজার ছাড়িয়ে ২১৩৫ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া করোনার নমুনা পরীক্ষায় ৪ দশমিক ১৮ শতাংশ পজিটিভ রিপোর্ট বেড়েছে।

অনেকেই বলছেন, করোনার নয়া রূপ ওমিক্রন সংক্রামক হলেও তার ক্ষতি করার শক্তি কম।কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)অন্য কথা শুনিয়েছে।স্মলউড সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, ‘‘আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছি। সংক্রমণের হার বিপুল হারে বাড়ছে। তবে এর প্রকৃত প্রভাব এখনও স্পষ্ট নয়।’’ বিপদ অন্য জায়গা থেকে আসতে পারে বলে আশঙ্কা স্মলউডের। প্রবল সংক্রমণের মধ্যেই জন্ম নিতে পারে করোনার আরও ভয়াবহ কোনও রূপ।

দিল্লিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনি এবং রোববার জারি থাকবে কারফিউ। সেইসঙ্গে জরুরি পরিষেবা ছাড়া সরকারি সব দপ্তরের কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, বেসরকারি সংস্থাগুলো অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে পারবে।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, দিল্লির বাস এবং মেট্রো পূর্ণ যাত্রী নিয়ে চলতে পারবে। তবে স্টপেজ ও স্টেশনে ভিড় এড়াতে বাস এবং মেট্রোয় আসন সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া প্রকাশ্যে কেউ মাস্ক ছাড়া বের হতে পারবে না।

Back to top button