দেশ

‘প্রতি মিনিটে ১১৫ প্লেট বিরিয়ানি অর্ডার’ দেশের সবচেয়ে জনপ্রিয় খাবারের শিরোপা পেলো বিরিয়ানি

ভারতীয়দের পছন্দের খাবারের তালিকায় বিরিয়ানি এক নম্বরে, তার পর বাকি সব। অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা ‘সুইগি’র পরিসংখ্যান অন্তত তাই বলছে। সংবাদমাধ্যম ইন্ডিয়াডটকম এ খবর জানিয়েছে।

‘সুইগি’ তার বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে—২০২১ সালে ভারতীয়রা প্রতি মিনিটে প্রায় ১১৫ প্লেট বিরিয়ানি অর্ডার করেছে। এ বিষয়ে একটি টুইট করেছে সুইগি। সেখানে বলা হয়েছে, ‘পরিসংখ্যান ১ : ২০২১ সালে ছয় কোটি চার লাখ ৪৪ হাজার বিরিয়ানি অর্ডার করা হয়েছে।

পরিসংখ্যান ২ : (বিরিয়ানি) ডেলিভারি হওয়ার পর ছয় কোটি চার লাখ ৪৪ হাজার গ্রাহকের মুখে হাসি ফুটেছে।’

ইন্ডিয়াডটকম বলছে, সুইগির রিপোর্ট কার্ড অনুযায়ী—সোয়া চার লাখের বেশি গ্রাহক সুইগিতে তাঁদের প্রথম অর্ডার দিয়েছেন চিকেন বিরিয়ানি। এ ছাড়া নাশতা হিসেবে সবচেয়ে বেশি অর্ডার করা হয়েছে শিঙাড়া-সমুচা। সংখ্যায় এটি প্রায় ৫০ লাখ, যা নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় সমান।

সুইগির দাবি—২০২০ সালে প্রতি মিনিটে ৯০ প্লেট বিরিয়ানি করা হয়েছিল, যা ২০২১-এ ছাড়িয়ে গেছে।

এ ছাড়া সুইগির বিবৃতি থেকে আরও জানা যাচ্ছে—২০২১ সালে চিকেন উইংসের চেয়ে ছয়গুণ বেশি অর্ডার করা হয়েছে শিঙাড়া-সমুচা। আর, মিষ্টি হিসেবে গুলাব জামুন অর্ডার করা হয়েছে ২১ লাখ বার।

Back to top button