দেশ

BigNews: ট্রেনের ‘গার্ড’পদের বিলুপ্তি, রেল দফতর নিল বড়ো সিদ্ধান্ত

বড়ো পদক্ষেপ নিল ভারতীয় রেল ( INDIAN RAILWAYS ) বিলুপ্ত হলো ট্রেনের ‘গার্ড’ (GUARD) পদের। তাই এখন থেকে সেই দায়িত্ব দেওয়া হবে ম্যানেজারকে ( MANAGER )। কিন্তু দায়িত্ব সামলাবেন সেই একই ব্যাক্তি শুধু পরিবর্তন আনা হয়েছে নামে যা একটি বড়ো পদক্ষেপ। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েই এমনটা জানিয়েছে রেল বোর্ড (Rail Board)।

এই ক্ষেত্রে নাম পরিবর্তন হলেও বেতন কাঠামোয় কোনও বদল আনা হয়নি। শুধু তাই নয় ‘গার্ড’ ক্যাটাগরিতেও রদবদল আনা হয়েছে। সহকারী গার্ডদের এই ক্যাটাগরির আওতাভুক্ত করা হয়েছে। আর তা নিয়ে ক্ষুব্ধ রেল কর্মচারী ইউনিয়নের একাংশ। ইতি মধ্যে শুরু হয়েছে গিয়ে এই নাম পরিবর্তন নিয়ে চর্চার মহল।

তাই আজ এই বিষয় নিয়ে অল ইন্ডিয়া রেলওয়ে মেনস ফেডারেশনের সাধারণ সম্পাদক অমিত ঘোষ বলেন যে,’”আমাদের দাবি মেনে গার্ড পদের নতুন নামকরণ হয়েছে, তাতে আমরা খুশি। কিন্তু মনে হয়, এই নাম অলংকারমাত্র। তাঁদের যদি রেললাইনে নেমে কর্মীদের মতো কাজ করতে হয়, তাহলে তা মর্যাদাহানি বলেই মনে করি।” সবমলিয়ে, ‘ট্রেন ম্যানেজার’-এর গালভরা তকমাতেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারলেন না বিদায়ী গার্ডরা।

Back to top button