BigNews: কাল থেকে বন্ধ থাকবে সব ট্রেন চলাচল, চরম অসুবিধার সম্মুখীন হতে পারেন যাত্রীরা
আবারও অসুবিধার মুখে পড়তে চলেছেন রেল যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে থার্ড লাইনের জন্য নন-ইন্টারলকিংয়ের কাজ চলছে। আর সেই কারণকে কেন্দ্র করেই আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল। তাই এই নিয়ে একটি নির্দেশিকা জারি করে রেল দফতরের তরফ থেকে জানানো হয়, এই তালিকায় থাকা পুরি এবং দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন হবে বাতিল।
জানা গিয়েছে, সদ্য ময়নাগুড়িতে ঘটে যাওয়া রেল দুর্ঘটনাকে সামনে রেখে এই রকম ঘটনা যেন দ্বিতীয়বার না হয় সেই জন্যই যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারতীয় রেলওয়ে ( INDIAN RAILWAYS )। অবশ্য এই কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। রেল সূত্রে খবর, যত দ্রুত সম্ভব বদলে ফেলা হবে পুরনো কোচ। সব ট্রেনে ধাপে ধাপে লাগানো হবে LHB কোচ। পাশাপাশি, নেওয়া হচ্ছে একগুচ্ছ নিরাপত্তা ব্যবস্থা।
তবে ময়নাগুড়ির মতন দুর্ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় সেই কথা মাথায় রেখে রেলমন্ত্রী, রেল বোর্ডের চেয়ারম্যান এবং সব জনের আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি করা হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেখানে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত। তার মধ্যে একটি হলো প্রতিবার ট্রেন ছাড়ার সময় ইঞ্জিন পরীক্ষা করে রিপোর্ট তৈরি করতে হবে। সুরক্ষার ক্ষেত্রে চূড়ান্ত ছাড়পত্র পেলে তবেই সেই ইঞ্জিন ব্যবহার করা হবে।