BigNews: ৩ দিনে আক্রান্ত ২০০ র বেশি চিকিৎসক, ভয়াবহ অবস্থার সম্মুখীন দেশবাসী
দেশজুড়ে অমিক্রন আবহে বাড়তে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। চিকিৎসক ও স্বাস্থকর্মীদের মধ্যে বেড়ে চলেছে সংক্রমণ। দেশের মধ্যে মুম্বাইয়ের অবস্থা সবথেকে বেশি ভয়াবহ। জানা গেছে গত ৩ দিনে সরকারি হাসপাতলে করোনা আক্রান্ত হয়েছেন ২২০ জন চিকিৎসক।
মুম্বাইয়ের জেজে হাসপাতলে গত ৩ দিনে আক্রান্ত হয়েছেন ৭৩ জন চিকিৎসক। কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতলে আক্রান্ত হয়েছেন ৬০ জন চিকিৎসক। তবে শুধু চিকিৎসকই নয় করোনা আক্রান্ত হয়েছেন চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত অন্যান্য কর্মীরাও।
প্রসঙ্গত, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ছাড়িয়েছে ৯০ হাজার। আগের দিনের তুলনায় করোনা রোগী বেড়েছে প্রায় ৩৩ হাজার। এর মধ্যে নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনে আক্রান্ত রোগীই আড়াই হাজারের বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ৯০ হাজার ৯২৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ ছাড়া ওমিক্রনে আক্রান্ত রোগী আড়াই হাজার ছাড়িয়ে দুই হাজার ৬৩০ জনে দাঁড়িয়েছে। ভারতে করোনায় সর্বশেষ একদিনে প্রাণ হারিয়েছে ৩২৫ জন।