BigNews: ১০০ দিনের কাজ কেমন হচ্ছে বাংলায়, জানতে পদক্ষেপ নিলো কেন্দ্র সরকার
বাংলায় কেমন চলছে ১০ দিনের কাজ ? সেই বিষয়ে খোঁজ নিতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের প্রকল্প ১০০ দিনের কাজের পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে জলপাইগুড়িতে বুধবার হাজির হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী দুই সদস্যের একটি দল গত ১৭ জানুয়ারী জলপাইগুড়ি জেলায় সে পৌছেছে।
জানাগেছে আগামী ২৫ তারিখ পর্যন্ত তারা এই জেলাতেই পযবেক্ষনের কাজ চালাবে।যেকার বিভিন্ন গ্রাম অঞ্চল তারা ঘুরে ঘুরে দেখবে। এলাকা পরিদর্শন করে তারা ১০০ দিনের প্রকল্পের একটি ক্ষতিয়ান তৈরী করবে। প্রতিনিধিরা তাদের ইচ্ছেমতো জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকা পরিদর্শন করবে।
প্রসঙ্গত, এক তথ্য অনুযায়ী জলপাইগুড়ি জেলায় ১০০ দিনের কাজে তৈরী হওয়া শ্রমদিবস ক কোটি ছাড়িয়ে গেলো। করোনাকালে কাজে যখোপন মন্দ, ১০০ দিনের প্রকল্পে ঝুঁকেছেন বেশিরভাগ মানুষ। তাই জেলা প্রশাসন বহু প্রকল্পকে ১০০ দিনের কাজের অধীনে এনেছিল। ফলে কাজ পেয়েছে ২ লক্ষ ৯৭ হাজার পরিবার। গত আর্থিক বছরে জেলায় প্রায় ২ লক্ষ ৮৭ হাজার পরিবার কাজ পেয়েছিলো। এই জেলায় রেকর্ড পরিমান মোট ১ কোটি ৯৯ হাজার শ্রমিকদিবস তৈরি হয়েছে।