দেশ

BigNews: বড় ঘোষণা করলো মোদী সরকার, উপকৃত হবে দেশের কোটি কোটি মানুষ

কেন্দ্রের মোদী সরকার সাধারণ মানুষকে দিলো ফের নতুন এক চমক। এবার থেকে রেল স্টেশনেই মিলবে বিমান ও বাসের টিকিট। শুধু তাই নয় এবার থেকেও রেল স্টেশনেই করানো যাবে আধার কার্ড ও প্যানকার্ড তৈরী। মিলবে মোবাইল রিচার্জের সুবিধা।

জানাগেছে প্রাথমিক পর্যায়ে দেশের ২০০ টি রেলওয়ে স্টেশনে কমন সার্ভিস সেন্টার কিয়স্ক বা স্টল বসিয়ে মানুষকে সুবিধা দেওয়ার জন্য নেওয়া হয়েছে এরকম আকর্ষণীয় কর্মসূচি। রেলমত্রকের পক্ষ থেকে এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেলওয়ের সাথী’।

প্রসঙ্গত, ক্ষমতায় আর পর থেকেই মোদি সরকার বেশি করে জোর দিয়েছেন দেশের ডিজিটালাইজেশন -এ। ডিজিটালি সমস্ত সুবিধা দেশের কোটি কোটি সাদাহরণ মানুষের কাছে পৌঁছে দিতেই নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সবার প্রথম জনধন যোজনা দিয়েই মোদী দেশের সকল মানুষকে যুক্ত করেছেন ডিজিটাল ব্যাংক একাউন্টের সাথে। এরপর মোদী সরকারের বিভিন্ন উদ্যোগ এ প্রাধান্য পেয়েছে ডিজিটালাইজেশন।

Back to top button