BigNews: ৫০,০০০ টাকা পাবে প্রত্যেক পরিবার, বড় ঘোষণা মোদী সরকারের
আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হতে দেখা গেল মুম্বাইয়ে তারদেওতে। এই দিন শনিবার সকালে মুম্বাইয়ের তারদেওতে এক বহুতল বিল্ডিংয়ে অগ্নি সংযোগ হয়। যার ফলে আহত হন অনেকেই এবং এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্খাজনক। এর মধ্যেই আবার কেউ কেউ ধোঁয়া থেকে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।
ঘটনাটির খবর পাওয়া মাত্র সেখানে ছুটে চলে আসে দমকলের ১৩টি ইঞ্জিন। আহতদের যাতে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া যায় সে জন্য ঘটনাস্থলে রাখা হয় ৫টি অ্যাম্বুলেন্সও।আহতদের মধ্যে ১৫ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে আইসিইউয়ে রাখা হয়েছে।
তাই সেই ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ( PM NARENDRA MODI ) । আজ দুপুরেই সেই কথা ঘোষণা করেন জানান তিনি, অগ্নিকাণ্ডের মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। জানা গিয়েছে এখনও পর্যন্ত সেই অগ্নিকান্ডে ৭ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে আহত হয়েছেন ২৩ জন। অন্যদিকে মহারাষ্ট্র সরকার পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করলেন।