কংগ্রেস ২০২৪ সালেই বিজেপিকে জোর টক্কর দেবে। তবে তার জন্য একপ্রকার পুণর্জন্মই নিতে হবে তাদের। দলের নীতি আদর্শ এক রেখে খোলনলচে বদলানোর কথাই বলেছেন পিকে।
পিকের দাবি, কংগ্রেসকে পুনরজ্জীবিত করা কঠিন হওয়ার মানে এই না যে কালকে আম আদমি পার্টি বা তৃণমূল কংগ্রেস জাতীয় দল হয়ে উঠবে। এদের জাতীয় দল হতে হলে আগামী বহু বছর ধরে অনেক কষ্ট করতে হবে। তাহলে গিয়ে তারা জাতীয় দল হতে পারবে।
উল্লেখ্য, এর আগে ১১ মার্চ একটি ট্যুইট করেন পিকে। সেখানে তিনি লেখেন, ‘ভারত দখলের যুদ্ধ ২০২৪ সালেই লড়া হবে। কোনও রাজ্যের বিধানসভা নির্বাচনে নয়।’ একই সঙ্গে তিনি আরও লেখেন, ‘সাহেব এই কথাটি খুব ভালো করেই জানেন। সেই কারণেই বিরোধীদের মানসিকভাবে দূর্বল করে দেওয়ার লক্ষ্যে এই নির্বাচনের ফলাফলকে ঘিরে এত মাতামাতি করা হচ্ছে। এই মিথ্যে প্রচারের ফাঁদে পা দেবেন না বা এই মিথ্যে প্রচারের অংশ হবেন না।’