দেশ

ভারতের এই পরিবারের ৩৯ জন সদস্য, সবাই থাকেন এক বাড়িতে ও একসাথে

বর্তমান জীবনে পৃথিবীর প্রত্যেকটা মানুষই চান ছোট খাটো সংসার পাততে। বর্তমান সময়ে যৌথ পরিবারের চল দেখা যায় না, অনেকেই পছন্দ করেন নিজের নিজের মত থাকতে সেই জন্যেই এখনকার দিনে যৌথ পরিবারগুলি ভাগ হয়ে ছোট ছোট পরিবারেই তৈরি হয়েছে, তবে আমাদের দেশে এমন একটি জাগয়া রয়েছে যেখানে কিনা পরিবার শুধুমাত্র একজন দুজনকে নিয়েই তৈরী নয় গোটা ৩৯ জনকে নিয়েই তৈরি হয়েছে।

এমনকি পরিবারের প্রত্যেক সদস্য এক সাথেই থাকেন। আজকালকার বর্তমান সময়ে যখন বেশিরভাগ মানুষই নিজেদের মত থাকতে পছন্দ করেন ছোট পরিবার নিয়ে, সেখানে ৩৯ জনকে নিয়ে একটি পরিবারে কি করে সুখী রয়েছেন।

৩৯ জনের এই পরিবার সবসময় নিজেদের আগলে রেখে থাকতে পছন্দ করেন, সুখে-দুখে সর্বদা নিজেদের পাশে থাকেন। এই পরিবারটিকে রয়েছে চার ভাই এবং তারা সব সময় একসঙ্গে খাওয়া-দাওয়া করে থাকেন।

এই পরিবারটি থাকেন চিতোরে এবং সেখানে এই পরিবারটির নাম সিকলিগার। বাড়ির প্রধান বাবা মা মারা গিয়েছেন সাথে দুই ভাইয়ের মৃত্যু হয়ে যাওয়ার পরেও সকলে একসঙ্গে রয়েছেন।

এই পরিবারের সবার বড় অর্থাৎ বাবার নাম দেবিলাল এবং মায়ের নাম যাদ বাই, মৃত দুই ভাইয়ের নাম ভগবান লাল এবং গোপাল লাল। এখন বর্তমানে পরিবারে ৩৯ জন থাকেন। এই পরিবারে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেন যে একসঙ্গে থাকলে উন্নতি বাড়বে।

Back to top button