ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হবে। রাজ্যগুলোর মধ্যে চারটিতেই বিজেপি তাদের জোটের সঙ্গীদের নিয়ে ক্ষমতায় আছে। পাঁচ রাজ্যের মধ্যে পাঞ্জাবে ক্ষমতা আছে কংগ্রেস।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ‘সেমিফাইনাল’ হিসেবে বিবেচনা করা এই বিধানসভা ভোটের ফল পাওয়া যাবে―উত্তর প্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরের।
উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে রয়েছে। তবে বুথফেরত সমীক্ষার ফল যে হুবহু মিলে যাবে, সেটাও নয়। পাঞ্জাবে আম আদমি পার্টি এগিয়ে থাকার ব্যাপারে জানিয়েছে বুথফেরত সমীক্ষা। গোয়া ও মণিপুরে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে আভাস এসেছে।
এখন পর্যন্ত পাওয়া খবরে গোয়ায় বিজেপি ৪, কংগ্রেস ৭, তৃণমূল ২ আসনে এগিয়ে আছে। পাঞ্জাবে আম আদমি পার্টি ৩২, কংগ্রেস ১৮ আসনে এগিয়ে আছে। এ ছাড়া শিরোমণি অকালি দল ৭, বিজেপি ২ আসনে এগিয়ে থাকার খবর মিলেছে।
মণিপুরে কংগ্রেস ৫ আসনে এগিয়ে থাকার খবর দিয়েছে এবিপি লাইভ। উত্তর প্রদেশে বিজেপি ১১০, এসপি ৬৫, বিএসপি ৩, কংগ্রেস ৩, অন্যান্য ২। উত্তরাখণ্ডে ২৭টি করে আসনে এগিয়ে বিজেপি ও কংগ্রেস।