করোনা: কেমন আছে আজকের ভারত, জেনেনিন সর্বশেষ পরিস্থিতি (৮ ফেব্রুয়ারী ২০২২)
করোনা সংক্রমণ ধীরে ধীরে হচ্ছে স্থিমিত। দীর্ঘদিন পর দেশজুড়ে আক্রান্তের সংখ্যা নামলো ৬০ হাজারের কাছে। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে নতুন করে করোনা একর্ণাট হয়েছেন ৬৭ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১,১৮৮ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৪৫৬ জন।
এখনো পর্যন্ত দেশে সুস্থ হয়ে উঠেছেন মোট ৪ কোটি ৮ লক্ষ ৪০ হাজার ৬৫৮ জন। দেশ জুড়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জন। দেশে এইমুহূর্তে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৯৪ হাজার ৮৯১ জন। দেশে এখনো পর্যন্ত মোট করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৭০ কোটি ২১ লক্ষ ৭২ হাজার ৬১৫ টি ডোজ।
প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।
তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।