দেশ

আর নেই কোনো আইনি পথ, জারি হলো চতুর্থ মৃত্যু পরোয়ানা

নির্ভয়া কাণ্ডের দোষীরা তাদের সব আইনি সব ধরণের রাস্তা ব্যবহার করেছেন।দিল্লির পাতিয়ালা হাউস নতুন করে মৃত্যুর পরোয়ানা জারি করলো।এর আগেও নির্ভয়া কাণ্ডের ৪ জন দোষী ৩ বার ফাঁসির রায় থেকে বেঁচে গেছে।কিন্তু এবার তাদের সব আইনি বিকল্প শেষ হয়ে যাওয়ায়, দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ২০ মার্চ ৪ জন দোষীর ফাঁসি কার্যকর করে।

সোমবার ৪ জন দোষীর মধ্যে পবন গুপ্ত তাদের প্রাণ ভিক্ষার আর্জি সুপ্রিম কোর্টকে জানিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়।এরপর সেদিন পবন গুপ্ত ফের প্রাণভিক্ষার আর্জি জানায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-কে।কিন্তু রাষ্ট্রপতিও তার আর্জি খারিজ করে দেয়।

দিল্লি আদালতের উপস্থাপিত তৃতীয় মৃত্যুর পরোয়ানা অনুযায়ী গত ৩ মার্চ তাদের ফাঁসি হওয়ার কথা ছিল।এর আগে সোমবার সুপ্রিমকোর্টকে পবন গুপ্তের রায় কিউরোটিভ পিটিশন খারিজ হয়ে যায়।তারপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় পবন।সেই আর্জির কথা জানিয়ে দিল্লি আদালতের কাছে ৪ আইনজীবীরা তাদের ফাঁসি পিছিয়ে দেওয়ার আর্জি জানায়।আর তার ভিত্তিতেই দিল্লি আদালত অনির্দিষ্ট আকলের জন্য তাদের ফাঁসি পিছিয়ে দেয়। রাষ্ট্রপতির কাছে চাওয়া প্রাণভিক্ষা খারিজ হয়ে যাবার পর দিন বুধবার দিল্লি আদালত নতুন নির্দেশিকা জারি করলো।আর সব বিকল্প খারিজ হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী ১৪ দিন সময় দিতে হয়, এইজন্য দিল্লি আদালত ২০ মার্চ প্রাণদন্ডের দিন ঠিক করেন।যার ফলে নির্ভয়া কাণ্ডের ৪ জন দোষীদের মৃত্যু দ্বন্দ্ব হওয়ার পথে আর কোনো রকম বাধা নেই।

Back to top button