দেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এবার ভারতে, দ্বিগুন হয়ে গেলো সারের দাম

সরকারের কোষাগারে লাগলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কা। যুদ্ধের কারণেই বেড়ে গেলো সারের দাম। আর সেই কারণেই সাড়ে ভর্তুকি ও বিদেশ থেকে আমদানি করার কারণে সরকারের চলতি অর্থ বছরেই বাড়তি খরচ হবে ১৪ হাজার ৯০২ কোটি টাকা।

সরকারি সূত্র থেকে জানা গেছে দেশের মোট সার আমদানির ১১ থেকে ১১.৫ শতাংশ সার আমদানি করা হয় রাশিয়া -ইউক্রেন -বেলারুশ থেকে।

তাই মনে করা হচ্ছে যেহেতু সারের দাম বৃদ্ধি পাচ্ছে তাই কৃষকদের উৎপাদনে সেই খরচ যুক্ত হবে যা পরবর্তীতে উৎপাদিত খাদ্য সামগ্রী কিনতে গিয়ে মাথায় হাত পড়বে মধ্যবিত্তের। বাহারে বাড়বে মূল্যবৃদ্ধি কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় হবে গরিব মানুষদের।

Back to top button