নিউজবিনোদন

মিমি কে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি, গাড়ি থেকে নেমে ট্যাক্সিচালককে পুলিশে দিলেন মিমি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী সোমবার রাতে এক ট্যাক্সি চালককে পুলিশের হাতে তুলে দেন।যা দেখে রাস্তার মধ্যে ভিড় জমে যায়। কিন্তু কেন মিমি পুলিশের হাতে তুলে দিলেন ওই ট্যাক্সি চালককে? কি করেছিল ওই ট্যাক্সি চালক?

জানা যায়, সোমবার রাতে মিমি জিম থেকে বাড়িতে ফিরছিলেন গাড়ি করে। ওইদিন রাতে বালিগঞ্জ এবং গড়িয়াহাটের মাঝামাঝি এলাকায় ট্র্যাফিক সিগনালে যখন মিমির গাড়ি দাঁড়িয়েছিল, তখন একটি ট্যাক্সি তাঁর গাড়িকে ওভারটেক করে। মিমি তখন কাছ নামান এবং দেখেন পাশে দাঁড়িয়ে থাকা ট্যাক্সি চালকটি তার দিকে অশীল ভাবে তাকিয়ে বাজে ইঙ্গিত করছেন। এরপর মিমি গাড়ি থেকে নেমে ওই ট্যাক্সি চালককে বলেন তাকে পুলিশে দেওয়া হবে ।

তারপর মিমি থানায় পুলিশকে ফোন করেন এবং পুলিশ সেখানে দ্রুত পৌঁছে যান।সমস্ত ঘটনা জানার পর পুলিশ ওই ট্যাক্সি চালককে গ্রেপ্তার করেন। এই প্রসঙ্গে মিমি জানান, ‘সরকারি গাড়ি দেখেও যদি এক ট্যাক্সিচালক তার আরোহীকে উদ্দেশ্য করে প্রকাশ্যে এমন অশ্লীল অঙ্গভঙ্গি ও মন্তব্য করতে পারে, তা হলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে!’ মিমি জানান, সে কারণেই তিনি কালক্ষেপ না করে গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন এবং পুলিশের কাছে অভিযোগ জানান।

Back to top button