LIC-র এই নতুন স্কীমে টাকা রেখে প্রতিমাসে পেয়ে যান ১০০০০ টাকা, জেনেনিন বিস্তারিত
সম্প্রতি নরেন্দ্র মোদী সরকার দেশের বয়স্ক ব্যক্তিদের জন্য নিয়ে এসেছিলো ‘প্রধানমন্ত্রী বায়ো বন্দনা যোজনা’ নামের নতুন একটি পেনশন স্কীম। আর এই স্কিমের মাধ্যমে টাকা রাখার সুযোগ পাওয়া যাবে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত ।এই পেনশন প্রকল্পটির পরিচালনার দায়িত্বে আছে LIC । আর ওই স্কীম অনুযায়ী এই স্কিমে টাকা রাখলে প্রতিমাসে পেনশন পাওয়া যাবে ১০০০০ টাকা করে।আট প্রবীণ নাগরিকদের জন্য এই প্রক্পে সুদ দেওয়া হবে ৮.৩০ শতাংশ হাড়ে।
এই প্রকল্পে ১.৫ লক্ষ থেকে সর্বাধিক ১৫ লক্ষ টাকা রাখলেই পাওয়া যাবে এই সুবিধা।এই প্রকল্প থেকে প্রাপ্ত পেনশনের টাকা গ্রাহকরা তার সেভিংস একাউন্টে সরাসরি পেয়ে যাবে।
এই প্রক্পের মাধ্যমে আপনি জাতি প্রতিমাসে পেনশন নেন তাহলে ৮ শতাংশ হাড়ে ও প্রতি বছরে পেনশন নিলে সুদ পাওয়া যাবে ৮.৩ শতাংশ হাড়ে।আগামী ৩১ মার্চ পর্যন্ত এই স্কীমে আবেদন করা যাবে। আট এই স্কিমের সুবিধা পেতে গেলে আপনার আধার নম্বর থাকা বাধ্যতামূলক।