কলকাতারাজ্য

‘গাইডলাইনই জানেন না রাজ্যপাল’ তোপ দাগলেন মমতা

আজ, এক উদ্বোধনী অনুষ্ঠানের মদ্ধ দিয়েই ভার্চুয়াল ভাবে উপস্থিত হন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানে স্বাস্থ পরিকাঠামো নিয়ে একাধিক দিক তিনি তুলে ধরেন। তাছাড়াও তিনি আরও জানান রাজ্যপাল রাজ্যের কাজে বার বার বাধা দেন।

এদিনের সেই ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই রাজ্যপাল জগদীপ ধনখড়কে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ ওঠার পর স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পরে যান রাজ্যপাল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যা যা অভিযোগ করে পুরোটাই মনোযোগ দিয়ে শোনেন মোদীজি।

এই দিন ঠিক যা যা বলেছিলেন মুখ্যমন্ত্রী ? জানুন পুরোটাই, এদিন মোদিরজির কাছে চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি মমতা বলেন,’একই হাসপাতালের ৭৫ জন চিকিৎসক একসঙ্গে কোভিড আক্রান্ত হলে কীভাবে চলবে বলুন?‌ আপনার কাছে অনুরোধ চিকিৎসকের কোটা বাড়ান। অফিসারও প্রয়োজন। কেন্দ্র পরামর্শ দিয়েছে বাইরে থেকে লোক নিতে। সেটা মেনে আমরা কাজ করেছি। কিন্তু তাতে গভর্নর প্রশ্ন করছেন, এমনটা কেন হল? কোন প্রক্রিয়ায় হল? কেন্দ্রের গাইডলাইনই তো জানেন না গভর্নর।’‌

Back to top button