BigNews: আনিসের বিরুদ্ধে দায়ের ছিল পকশো মামলা, চাঞ্চল্যকর তথ্য দিলেন পুলিশ সুপার
ছাত্রনেতা আনিস খানের বিরুদ্ধে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।পকসো আইন (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট)-এ মামলা দায়ের হয়েছিল তার বিরুদ্ধে। আজ, সোমবার এমনটাই তথ্য দিলেন হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) সৌম্য রায়।এই দিন আনিস ‘খুন’ প্রসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার সৌম্য রায়।আর সেখানেই তিনি বলেন ‘‘সমস্ত দিকই খতিয়ে দেখা হবে। আমরা আশ্বাস দিয়েছি, নিরপেক্ষ তদন্ত হবে। সত্য উদ্ঘাটন হবেই। সে ব্যাপারে আমরা নিশ্চিত।’’ ওই ছাত্রনেতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সৌম্যের মন্তব্য, ‘‘আমরা সমস্ত দিকই খতিয়ে দেখছি। ওঁর বাবার যা অভিযোগ, তার ভিত্তিতে তদন্ত হবে।’’
তাছাড়াও তিনি জানান, আনিসের বিরুদ্ধে বাগনান এবং আমতায় থানায় মামলা ছিল।ওই পুলিশকর্তার কথায়, ‘‘বাগনান থানায় পকসো আইনে মামলা ছিল। কোর্ট থেকে সমন জারি করা হয়েছে। তাতে পকসো ধারা রয়েছে। তবে এর জেরেই কিছু হয়েছে কি না তা তদন্তসাপেক্ষ বিষয়।’’
পাশাপাশি সোমবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন আনিস হত্যা মামলায় বিশেষ তদন্তকারি দল গঠনের কথা ঘোষণা করেন। এই নিয়ে পুলিশ সুপার জানিয়েছে ‘‘সিটে কারা থাকবেন সে সম্পর্কে আমরা পুরোপুরি এখনও জানি না।’’ আনিসের দেহের ময়নাতদন্ত রিপোর্ট এখনও পুলিশের হাতে আসেনি বলে জানিয়েছেন সৌম্য।