ব্যাঙ্কের লকার থেকে উধাও হয়ে গেলো সমস্ত গয়না, গড়িয়াহাট থানার পুলিশ তদন্তে
গড়িয়াহাট থানায় সম্প্রতি এক বৃদ্ধা দম্পতি অভিযোগ করেছে, তাদের কাছে ব্যাঙ্কের লকারের চাবি থাকা সত্ত্বেও উধাও হয়ে গিয়েছে সমস্ত সোনার গয়না।সেই গয়নাগুলো গড়িয়াহাট বেসরকারী ব্যাঙ্কের শাখার লকারে রাখা হয়েছিল।বর্তমান বাজারে সেই সোনার মূল্য হলো ১২ লক্ষ টাকা।আর সেই দম্পতি কলকাতার ব্রিড স্ট্রিটের বাসিন্দা, ভীমভন্দ্র মাইতি ও তার স্ত্রী রেবা মাইতি।ভীমভন্দ্র মাইতি পেশায় ছিলেন একজন চিকিৎসক।
সেই দম্পতি জানিয়েছেন, তারা সেই লকার শেষে বারের মতো ১৬মে-তে খুলেছিলেন।তারপর তারা ছেলের সাথে আমেরিকাতে চলে যান।এরপর ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরে সেই লকার খুলে দেখেন যে বাক্সে তারা গয়না রেখেছিলেন সেই বাক্সে গয়না নেই।এরপর ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে, তাদের অভিযোগ পেয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেছেন।তারা জানান, কোনো লকার খুলতে গেলে গ্রাহকে সাথে লকারের চাবিও দরকার, লকারের মাত্র একটিই চাবি রয়েছে।তবে চাবিটি তাদের কাছেই ছিল।তাহলে কিভাবে সম্ভব সেই লকারের ভেতর থেকে সমস্ত গয়না বের করে নেওয়া।তবে সেই লকারের রুমে কোনো সিসি টিভির সরঞ্জাম নেই।