‘ঘুর পথে নাম কেনা যায়না’, পোস্টার নিয়ে মমতাকে আক্রমণ দিলীপের
ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে তৃণমূল ও বিজেপি দুই পক্ষ একে অপরকে আক্রমণ করে।এটির মূল কারণ হলো, সপ্তাহখানেক আগেই পীযুষ গোয়েল ইস্ট-ওয়েস্ট রেল পরিষেবা উদ্বোধন করেন।এতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি।আর এরজন্যই সেখানে কোনো নেতা মন্ত্রীকে দেখা যায়নি।
আর এই কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পোস্টার টাঙানো হয়েছিল।এতে দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করে জানান, এসব পোস্টারবাজির মধ্যে আমরা নেই, এতে কোনো লাভ হয়না।তিনি আরও জানান যে, টিএমসিপির ইচ্ছে ছিল যে পুরো কৃতিত্বটা নেওয়া, আর সেটা হয়নি।একটি পয়সাও রাজ্য দেয়নি বলে জানিয়েছেন দিলীপ।এরপরই তিনি বলে, ঘুর পথে নাম কেনা যায়না।
বিধান সভার এক বৈঠকে তিনি জানান,ইস্ট-ওয়েস্ট রেলওয়ে উদ্বোধনীতে ডাক না পেয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।তিনি বিধান সভায় দাঁড়িয়ে জানান, যখন তিনি ইউপিয়ে সরকারে ছিলেন তখন তার প্রকল্পের জন্য টাকার নিয়ে চোখের জল ফেলতে হয়েছিল, সে উদ্বোধনীতে আমন্ত্রণ না পেয়ে কষ্ট লাগে।
যদিও এই পোস্টার বিধাননগর নাগরিক বৃন্দের ও বিধাননগর ক্লাব সমন্বয়ের কমিটির নাম।