কলকাতা
করোনা আতঙ্ক: লোক নেই আগের মতো, বিপুল ক্ষতির মুখে নিক্কো পার্ক
সারা ভারত জুড়ে শুরু হয়েছে করোনা আতঙ্ক বাদ নেই আমাদের শহর কলকাতা।অনেকেই গর্ভবন্দি থাকছেন আতঙ্কের জেরে।আর এবার সেই আতঙ্ক ছড়িয়ে পড়লো নিক্কো পার্কে।নিক্কো পার্ক কর্তৃপক্ষ স্যানিটাইজার থেকে মাস্ক সব কিছুর ব্যবস্থা রেখেছে আগাম সতর্কতা হিসেবে।
কোনো ব্যক্তি হাতে টিকিট নিয়ে মেন্ গেটের সামনে গেলেই তার হাতে দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার । যাহ্রাও ভেতরে প্রবেশের প্রত্যেক ৩০ মিনিট অন্তর অথবা প্রত্যেকটা রাইডের পর তাদের হাতে দেওয়া হচ্ক্ক্সহে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে মুছে ফেলার সুযোগ।
আরও সতর্কতা স্বরূপ নিক্কো পার্কার ২৫ টি স্থানে দেওয়া হয়েছে হাত ধোয়ার জন্য সাবান।আর চার পাশে রাখা হয়েছে মাস্ক কেনার ব্যবস্থা।
রবিবার ছুটির দিনে ঘুরতে আসা লোকেরা জানালেন যে পার্কে এতো কম লোক হবে তারা তা ভাবতে পারেননি।