কাশ্মীরে ক্রিকেট খেলার কারণে গ্রেফতার ১০ যুবক!
পুলিশ কাশ্মীরে বারামুলাতে ক্রিকেট খেলার অপরাধে ১০ যুবককে গ্রেফতার করেছে। শুনতে আশ্চর্য মনে হলেও এই ক্রিকেট ম্যাচ সাধারণ ক্রিকেট ম্যাচ ছিল না। ক্রিকেট ম্যাচের আড়ালে জঙ্গি শিক্ষার শিবির চালানোর চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
সম্প্রতি কাশ্মীরে লাগু বেআইনি কার্যকলাপ প্রতিরোধী আইনের অধীনে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশকর্মীরা । জানা গেছে ক্রিকেট খেলা অপরাধ না হলেও এক কুখ্যাত জঙ্গির স্মরণে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল বলেই গ্রেফতার করা হয়েছে ১০ জন যুবককে।
প্রসঙ্গত উল্লেখনীয় গত জানুয়ারী মাসে সৈয়দ রুবান ও তার ৯ সঙ্গী পুলিশের গুলিতে নিহত হয়। আর তারপর থেকেই ওই জঙ্গির ভাই নিহত দাদার স্মরণে বিভিন্নরকম কার্যকলাপ করে চলেছে বারামুলাতে। নিহত ওই জঙ্গির নামে কখনো আয়োজন করা হচ্ছে পোশাক বিতাড়নের কর্মসূচি কখনো আয়োজন করা হচ্ছে ক্রিকেট ম্যাচের। আর সেই কারণেই কাশ্মীর পুলিশ ক্রিকেট ম্যাচের সাথে যুক্ত ১০ জন যুবককে গ্রেফতার করেছে।