আন্তর্জাতিকদেশ

ইউক্রেনে আটকে থাকা পড়ুয়ারা কেন্দ্রকে টুইট, ‘আপনারা কী আমাদের মৃতদেহ ফেরাতে চান?’

বর্তমান সময়ে রাশিয়া-ইউইক্রেনে চলছে ভয়াবহ সংঘর্ষ। এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়েছে ভারতের অনেক পড়ুয়ারাই। তবে ইতিমধ্যে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা উদ্ধার কাজ নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন। পূজা প্রহরাজ নামে এক পড়ুয়া রীতিমতো টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন। সরকারের ভূমিকায় নিরাশ হয়ে ওই পড়ুয়া শেষ পর্যন্ত অভিনেতা সোনু সুদের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।

কেন্দ্রীয় সরকার ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের ফেরাতে অপারেশন গঙ্গা শুরু করলেও এখনও পড়ুয়াদের একটা বড় অংশই ফিরতে পারেননি। যে কারণেই হোক, এখনও যুদ্ধবিধ্বস্ত বিপদসংকুল এলাকায় আটকে রয়েছেন হাজার হাজার ভারতীয় পড়ুয়া। তাঁদের যে ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা আগেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ভারতীয়রা। বুধবার ভারতীয় পড়ুয়া নবীন শেখারাপ্পা জ্ঞানাগোদারের মৃত্যুর পর ক্ষোভ আরও বেড়েছে পড়ুয়াদের মধ্যে।

পূজা এদিন টুইট করে বলেছেন, ‘গত ছ’দিন ধরে বারবার বলা সত্ত্বেও পড়ুয়াদের বলা সত্ত্বেও সরকার কোনও ব্যবস্থাই নেয়নি। আজ একজনের প্রাণ গিয়েছে। কাল ১০০ জন মারা যাবে, তারপর হাজারজন। আপনারা কি আমাদের ৪ হাজার জনের মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন?’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শংকরকে নিজের টুইটে ট্যাগও করেছেন পূজা।

Back to top button