আন্তর্জাতিক

ইউক্রেনে হচ্ছে রক্তপাত, অবিলম্বে বন্ধ করার জন্য হুঁশিয়ারি দিলো আমেরিকা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে এই আহ্বান জানায়। ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহার করারও আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়া সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ শুরু করেছে। রাশিয়ার জনগণকে সঠিক তথ্য জানতে বাধা দিচ্ছে তারা। একে সত্যের ওপর আক্রমণ বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র এই বিবৃতিটি দিল যখন রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলিতে আক্রমণ জোরদার করছে।

জানা গেছে, টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাশিয়ার নাগরিকদেরকে সত্য জানতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের। যার ফলে লাখ লাখ রাশিয়ান স্বাধীনভাবে তথ্য জানতে এবং বিশ্বজুড়ে একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন না।

রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরগুলোতে আক্রমণ জোরদার করার ফলে যখন ক্রমবর্ধমান সংখ্যায় বেসামরিক লোক মারা যাচ্ছে এবং দশ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে তখন এই আহ্বান জানালো যুক্তরাষ্ট্র।

Back to top button