বুদ্ধিতে আইনস্টাইনকেও ছাড়িয়ে গেল স্কুলবালক, বয়স জানলের অবাক হয়ে যাবেন!
বুদ্ধিমত্তায় পদার্থবিদ অ্যালবার্ট আইনস্টাইনকেও পরিষ্কার ব্যবধানে ছাড়িয়ে গেছে ব্রিস্টলের স্কুলবালক বার্নাবি সুইনবার্ন। ক্রিসমাস উপলক্ষে আয়োজিত বুদ্ধিমত্তা বা আইকিউ পরীক্ষার ‘মেনসা টেস্টে’ এমন প্রমাণ দিয়েছে সে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার জানিয়েছে, মেনসা টেস্টের অনূর্ধ্ব-১৮ বিভাগে এ-যাবৎকালের সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছে ১২ বছর বয়সী বার্নাবি। পরীক্ষা শেষে আইকিউয়ে তার স্কোর দাঁড়ায় ১৬২।
বিশ্বাস করা হয়, এ ক্ষেত্রে আইনস্টাইনের আইকিউ ছিল ১৬০। এ হিসাবে দেখা যাচ্ছে, সর্বকালের সেরা পদার্থবিদকেও ২ পয়েন্ট পেছনে ফেলেছে বার্নাবি।
এমন সাফল্যের পর বার্নাবিকে ‘উচ্চ বুদ্ধিমত্তা সোসাইটি’তে অন্তর্ভুক্ত করেছে মেনসা কর্তৃপক্ষ। এই সোসাইটিতে নাম লেখানোর জন্য কোনো ব্যক্তিকে আইকিউয়ের দিক থেকে মোট জনসংখ্যার শীর্ষ ২ শতাংশ মানুষের কাতারে থাকতে হয়। বার্নাবির ক্ষেত্রে দেখা গেছে, জনসংখ্যার শীর্ষ ১ শতাংশের মধ্যে অবস্থান করছে এই স্কুলবালক।
ব্রিস্টল লাইভকে দেয়া এক সাক্ষাৎকারে বার্নাবির মা ঘিসলাইন বলেন, ‘আমি জানতাম সে অনেক প্রতিভাবান। কিন্তু সে নিজেকে আরও বোঝার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাই এই পরীক্ষায় অংশ নিয়েছে।’
ঘিসলাইন আরও বলেন, ‘তারা দুটি পরীক্ষা নিয়েছে। বার্নাবি কোন শিশুর জন্য সম্ভব সর্বোচ্চ পয়েন্ট ১৬২ অর্জন করেছে।’
বার্নাবি সম্পর্কে তার মা আরও জানান, সে দারুণ উচ্চাকাঙ্ক্ষী। খুব হাসাতেও পারে।’
বার্নাবিকে তার ক্লাসের ‘ভাঁড়’ হিসেবেও আখ্যায়িত করেছেন তার মা। জানিয়েছেন, ভবিষ্যতে অনেক বড় কিছু করার স্বপ্ন তার ছেলের।
ঘিসলাইন বলেন, ‘সে একজন প্রোগ্রামার হতে চায়। এ জন্য এখনই বিশ্ববিদ্যালয় কোর্সের খোঁজখবর নিচ্ছে। অক্সফোর্ডে পড়াশোনা করাই তার লক্ষ্য।
১৯৪৬ সালে মেনসা সোসাইটি প্রতিষ্ঠা করেন অক্সফোর্ডের বিজ্ঞানী ল্যানসেলট লিওনেল ওয়্যার ও আইনজীবী রোল্যান্ড বেরিল।
মেনসা অনুমোদিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নির্দিষ্ট জনসংখ্যার শীর্ষ ২ শতাংশ বুদ্ধিমান মানুষকে এর সদস্যপদ দেওয়া হয়। এর লক্ষ্য, বিকাশের জন্য মানুষের বুদ্ধি শনাক্ত এবং বিকশিত করা।