থামছেই না বৃষ্টি, নেপালে ভূমিধসে নিহত ১২, নিখোঁজ ৯, আতঙ্কে এলাকাবাসী
বর্ষা কাল পেরিয়ে গেলেও এখনো দেশ ও প্রতিবেশী দেশ নেপালে অনবরত হচ্ছে বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণেই নেপালের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্টি হয়েছে ভূমি ধসের। সেই ভূমিধসে মৃত্যু হয়েছে ১২ জনের। এছাড়া ভূমিধসের কারণে নিখোঁজ হয়েছেন ৯ জন। বৃহস্পতিবার গভীর রাতে হয়েছে এই মর্মান্তিক ঘটনা।
জানাগেছে গত মঙ্গলবার থেকেই নেপালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। নেপালের অভাব দফতর জানিয়েছে এই অনবরত বৃষ্টিপাত চলবে গামী শনিবার পর্যন্ত। নেপালের পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ভূমিধসে মৃত্যু হয়েছে তিন শিশুর। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও চারজন।
অপরদিকে ভূমিধসের কারণে নেপালের সায়াংজে জেলায় ১৫ বছরের এক কিশোরী ও পাল্প জেলাতে আর এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া নেপালের পাল্প জেলাতে ভূমিধসে মৃত্যু হয়েছে পাঁচ জনের। নেপালি পুলিশ ও উদ্ধারকর্মীরা ক্ষতিগেরস্ত এলাকায় উদ্ধার কাজে নেমেছেন।