আন্তর্জাতিক
RUSHvsUKR: ইউক্রেন জয় নিয়ে বড় ছক করছে রাশিয়া, স্যাটেলাইটে ধরা পড়লো নতুন ছবি
প্রায় ৪০ মাইল দীর্ঘ সামরিক কনভয় নিয়ে রুশ বাহিনী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে বলে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে।
আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে বলেছেন, ‘কিয়েভের চারপাশে উত্তেজনা বিরাজ করছে।’
‘শত্রুরা সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে’ উল্লেখ করে পোস্টে দাবি করা হয়, ‘রাশিয়ার বেলারুশের উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছে।’
তবে গতকাল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা বেলারুশীয় সেনাদের চলাচলের কোনো নমুনা দেখেনি।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস রুশ সেনা কনভয়কে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
কয়েকজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা কনভয়ের আকার দেখে খুবই উদ্বিগ্ন।