আন্তর্জাতিক

RUSHvsUKR: ইউক্রেনে হামলার ফল, এবার ব্ল্যাক বেল্ট কেড়ে নেয়া হলো পুতিনের

ইউক্রেনে হামলার কারণে একে একে রাশিয়ার ওপর ক্ষুব্ধ হয়ে উঠছে পুরো ক্রীড়া বিশ্ব। প্রথমে কয়েকটি দেশের বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে না চাওয়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রাশিয়া থেকে সরিয়ে আনার পর জানা গিয়েছিল আন্তর্জাতিক জুডো ফেডারেশন পুতিনের সম্মানসূচক সভাপতির পদকও কেড়ে নিয়েছে। সর্বশেষ ফিফা এবং উয়েফা জানিয়েছে রাশিয়া বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবে না।

ফিফা-উয়েফার এই ঘোষণা আসতে না আসতেই টুইটের মাধ্যমে আন্তর্জাতিক তায়কোয়ান্দো ঘোষণা দিয়েছে, পুতিনের ব্ল্যাক বেল্ট তারা প্রত্যাহার করে নিয়েছে। ‘ওয়ার্ল্ড তায়কোয়ান্দো’ জানিয়েছে, তারা বিশ্বে শান্তি চায়। এ কারণে ইউক্রেনে রাশিয়ার হামলা মানে শান্তি নস্যাৎ হয়ে যাওয়া। সুতরাং, কোনোভাবেই পুতিন ব্ল্যাক বেল্ট ধারণ করতে পারেন না।

Back to top button