আন্তর্জাতিক

RUSHvsUKR: পর পর হচ্ছে বিস্ফোরণ, শব্দে কেঁপে উঠছে কিয়েভ, আতঙ্কে ইউক্রেন বাসি

ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে অন্তত চারটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার ভোরে এসব বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিবিসির খবরে বলা হয়েছে, শহরের কেন্দ্রস্থলে দুইটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর কাছের একটি মেট্রো স্টেশনে আরও দুইটি বিস্ফোরণ হয়। শহর জুড়ে বেজে ওঠে বিমান হামলার সাইরেন।

এক টুইটার অ্যাকাউন্টে একটি বিস্ফোরণের ভিডিও প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে বিস্ফোরণের পর বিশালাকার অগ্নিগোলক তৈরি হয়।

বুধবারই জানা যায়, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলো অবরোধের পথে এগোচ্ছে রাশিয়া। বুধবার বিকালের দিকে খেরসন শহরের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। দক্ষিণাঞ্চলীয় মারিউপোলও ঘিরে রেখেছে তারা।

প্রসঙ্গত, রাশিয়ার ‘সেনা অভিযানের’ পর সাত দিনে এখন পর্যন্ত অন্তত ১০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সেনা অভিযানের পর মাত্র এক সপ্তাহে এত মানুষ দেশ ছেড়েছেন। এর আগে ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকটে পড়েছিল ১৩ লাখ মানুষ। সে সময় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছাড়াও আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, ইরাক, ইরিত্রিয়াসহ অন্যান্য দেশ থেকে বিপুল মানুষ ইউরোপে আশ্রয়ের জন্য আবেদন করেছিল। কিন্তু, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর শরণার্থী সংকটে পড়া ভুক্তভোগীর সংখ্যা মাত্র এক সপ্তাহেই এর কাছাকাছি চলে এসেছে।

জাতিসংঘের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে—ইউক্রেন পরিস্থিতিতে এক কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে এবং এ জন্য ত্রাণের প্রয়োজন হবে।

Back to top button