আন্তর্জাতিক

OMICRON-ই শেষ নয়, আসছে আরো ৩টি ভ্যারিয়েন্ট! সতর্ক করলো WHO

সারা দেশ জুড়ে বেড়ে চলেছে করোনা ( COVID-19) ভাইরাসের প্রকোপ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যেভাবে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে তাতে আতঙ্কর সংখ্যা ক্রমশঃ বাড়ছে। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে, ‘বিশ্ববাসী যেন টিকাকরণ করিয়ে নেন এবং মাস্ক পরে যেতে হবে অনবরত।’

এক সাংবাদিক বৈঠকে মারিয়া ভ্যান বলেন যে, ‘‌এই ভাইরাস এখনও বিবর্তিত ও পরিবর্তন হচ্ছে এবং আমাদের সেই অনুযায়ী কৌশল বদল করতে হবে। আমাদের শুধু বিশ্বজুড়ে টিকাদানের কভারেজ বাড়াতে হবে তাই নয়, চেষ্টা করতে হবে এবং পরিবর্তন করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে সাম্প্রতিক ওয়েভের এটাই শেষ নয় এবং ওমিক্রনও শেষ ভ্যারিয়েন্ট নয়।’‌ তিনি এই বিষয়ে আরও জানিয়েছেন যে, ‘গোটা বিশ্বজুড়ে টিকাকরণ কর্মসূচিতে ১০ বিলিয়ন ভ্যাকসিন ডোজের মধ্যে এখনও ৩০০ কোটি মানুষ তাদের প্রথম ডোজ গ্রহণ করেছে। সুতরাং, আমাদের এখনও একটি অত্যন্ত সংবেদনশীল জনসংখ্যা রয়েছে এবং এমনকি কিছু দেশ আরও এগিয়ে গেলেও, আমাদের এই বিশ্বজুড়ে সমস্যাটিকে বৈশ্বিক সমাধান দিয়ে মীমাংসা করতে হবে।’

প্রসঙ্গত, WHO (World Health Organization) -এর ইউরোপের নির্দেশক হ্যান্স ক্লুজ করোনা মহামারি নিয়ে আশার এক আলো দেখিয়েছেন। তিনি জানিয়েছেন যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবের পরেই শেষ হতে চলেছে করোনার মহামারির প্রভাব। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংগঠন প্রথমবার ইঙ্গিত দিয়েছে যে, ইউরোপে করোনা মহামারি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Back to top button